ক্রীড়া প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্বের খেলা আবারও রোববার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় জয় পেয়েছে যশোর ক্রিকেট ক্লাব। এ জয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেলো তারা। স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আর এন রোড ক্রীড়া চক্রকে। যশোর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে। জবাবে,৪০ ওভার এক বলে ১০৯ রানে গুটিয়ে যায় আর এন রোড ক্রীড়া চক্র। আর এন রোড ক্রীড়া চক্রের ভূবণ ২০ শেখ আকাশ ১৭, সাকিব ১৬, সুমন ১৪ ও আরিদুল ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। যশোর ক্রিকেট ক্লাবের টিপু সুলতান ১৯ রানে ৩ টি এবং রায়হান ১৩ রানে ২ টি উইকেট নেন। যশোর ক্রিকেট ক্লাবের আবু বক্কর জীবন ৬৫, টিপু সুলতান ৩৮, আমিনুর রহমান অপরাজিত ৩১,ইমরানুজ্জামান ১৯, রয়েন ১৬ ও মুস্তাফিজুর রহমান ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। আর এন রোড ক্রীড়া চক্রের আবিদুল ২৯ রানে ৩টি , শুভ ৩৬ রানে ২ টি ও ইমন ৩৯ রানে ২ টি উইকেট পান। চারটি দল থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্র্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোাচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে। আজকের খেলা ঃ আসাদ ক্রিকেট একাডেমী বনাম ম্যাগপাই ক্লাব।