নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সোতোকান কারাতে ড্যান গ্রেডিং পরীক্ষা শুক্রবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়। পরীক্ষার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্তজা রশিদী দারা।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, বাংলাদেশ কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি আওলাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারাতে কোচ মোহাম্মদ আলী, যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের সদস্য শাহারুল আলম আশা, রফিকুল ইসলাম রফিক, আমিনুল ইসলাম মিন্টু, ঝিনাইদহ জেলার কারাতে কোচ শরিফুল ইসলাম। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন ।