Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:৩৫:৪০ পিএম

অভয়নগর প্রতিনিধি : যশোরের নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও অভয়নগরের সর্বস্তরের জনগণের সহযোগিতায় দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শুভ উদ্বোধন আগামী ২৫ নভেম্বর শনিবার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলের প্রস্তুতি ও আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ স্থগিত করা হলো। মাহফিল শেষ হওয়ার পর একই মাঠে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল বিষয়টি নিশ্চিত করেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)