ক্রীড়া প্রতিবেদক : যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্বের খেলা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে। ম্যাচটিতে প্রতিদ্ব›িদ্বতা করবে যশোর ক্রিকেট ক্লাব ও আর এন রোড ক্রীড়া চক্র। এ তথ্য দেন আয়োজক যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো। সুপার লিগের অপর ২ টি দল আসাদ ক্রিকেট একাডেমী ও ম্যাগপাই ক্লাব। চারটি দল থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্র্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে। এদিকে, গত ৩০ ও ৩১ জুলাই এবারের আসরের সুপার লিগ পর্বেব ২ টি খেলা হয়। দীর্ঘ বিরতির পর আগামী ২৬ নভেম্বর থেকে আবারও শুরু হবে বাকি খেলা। উল্লেখ্য, সুপার লিগের প্রথম ম্যাচে যশোর ক্রিকেট ক্লাব ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ম্যাগপাই ক্লাবকে। দ্বিতীয় খেলায় জয় পায় আসাদ ক্রিকেট একাডেমী। তারা এক উইকেটের ব্যবধানে হারায় আর এন রোড ক্রীড়া চক্রকে।