Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:৩৯:১৭ পিএম

 

রামপাল প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার সকালে বাগেরহাটের রামপালে কাদিরখোলা মাধমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিল হাসান জামু, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নতুন ভবনের বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী রামপাল মংলায় নতুন একটি প্রকল্প গ্রহণ করেছেন। তার মধ্যে ১০  স্কুলের ৪ তলা ভবন নির্মাণ, ১০টা স্কুল সংস্কার ও ৬ মাদরাসা ৪ তলা ভবন নির্মাণ। সেই প্রকল্পের আওতায় এই ভবন নির্মিত। এখানে বালক বালিকাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা আধুনিক শ্রেণিক্ষকসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা এখানে রয়েছে। যার ফলে এই অঞ্চলের শিক্ষার্থীরা আর লেখাপড়ার জন্য স্কুলে কোনো সমস্যার সম্মুখীন হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)