রামপাল প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এদিন উপজেলা যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করে।
উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামীম নূরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, সুলতানা পারভীন ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, শেখ নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।