রামপাল প্রতিনিধি: খুলনা মোংলা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের রামপালের রনসেন মৎস্য আড়ত এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটর সাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্ট খামার এলাকার আ. সাত্তারের ছেলে আ. রাজ্জক (৩৩), রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার মজিবুর রহমানের ছেলে আ. রশিদ (২৭)। তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, চট্টো মেট্রো-খ-১১-২০৫৫ নম্বরের একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে খুলনা থেকে মোংলা যাচ্ছিল। খুলনা মোংলা মহাসড়কের রনসেন মাছের আড়তের কাছে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়।
রামপাল থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। খুলনা মোংলা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে ।