রামপাল প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির সময় ৩ যুবক আটক হয়েছে। বুধবার বিকেলে তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করেছেন জাহিদ হাসান নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ওই তিন যুবককে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
আটকরা হলো, রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের শুকুর ইজারদারের ছেলে রাজু ইজারাদার (২৮) ও একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শরিফুল ইজারদার (২৮) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সি হৃদয় (২০)।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একদল যুবক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর গেটের পাশে চুরি করছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৫ কেজি তামার তারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, চুরি করা তারসহ আটক তিন যুবককের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাটের আদালতে তাদের সোপর্দ করা হয়।