রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় ৯ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গ্রেফতারকৃত ২ যুবক উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শেখ রাসেল হোসেন (২৬) ও কালেখারবেড় গ্রামের আজমল হোসেনর ছেলে রাকিব হোসেন সজল (২৫)। পলাতক অপর আসামি উপজেলার মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০)। তাদের বিরুদ্ধে ধর্ষিতার মামা শরীফুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৫। জানাযায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে আসামিরা ওই স্কুল শিক্ষার্থীকে প্রথমে অপহরণ ও পরে বিকেলে এক ঘেরের টং ঘরে ধর্ষণ করে। এই ঘটনায় আটককৃতদের শনিবার (৩০ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস,এম, আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনার দিন ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ওই ছাত্রী নিজ বাড়ি থেকে ফয়লা হাটে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে আসে, পরে শারিরীক সমস্যার কারণে তার মামা শরিফুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে আনুমানিক বিকেল ৩টা ২০ মিনিটে রনসেন মোড় পৌঁছালে গোবিন্দপুর এলাকার রহমত আলী ও রাসেল শেখ মোটর সাইকেলে উঠিয়ে বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে নিলে পূর্বে থেকে ওঁৎপেতে থাকা রাকিব হোসেন সজলসহ ওই ৩ জন যুবক একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত ৭ টায় মহেন্দ্রযোগে শিক্ষার্থীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। শিক্ষার্থী বাড়িতে পৌঁছে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। পরে ধর্ষিতার মামা বাদী হয়ে রামপাল থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। ওসি এস,এম, আশরাফুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক আসমীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।