তালায় ভার্মি কম্পোস্ট বিষয়ক প্রশিক্ষণ

এখন সময়: সোমবার, ৬ মে , ২০২৪, ০৫:৩৩:৫৯ পিএম

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তালা ওয়ার্ল্ড কনসার্ন অফিসে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেকশন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায়  প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের  ২২ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।