Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবন ভ্রমণে এবার যুক্ত হলো লঞ্চ এমভি বন বিহারিণী ও বন মালা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:৩৪:৫৫ পিএম

মোংলা প্রতিনিধি : বিদেশি পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণের জন্য সুন্দরবনে এবার যুক্ত হলো আবাসন সুযোগ সুবিধার দু’টি লঞ্চ। সুন্দরবন পূর্ব বিভাগে ‘এমভি বন বিহারিণী’ ও পশ্চিম বিভাগে ‘এমভি বন মালা’ নামে লঞ্চ দুটি হস্তান্তরের পর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। শনিবার সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার লঞ্চ দু’টির উদ্ধোধন করেন। 

এ ছাড়া এদিন সুন্দরবন কেন্দ্রীক অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে ‘স্মার্ট পেট্রোলিং’ টিমের জন্য দু’টি ফাইবার বডি’র ট্রলার ও দু’টি ওপেনটাইপ স্পীডবোট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা এসব জলযান। 

সুন্দরবন বিভাগে এসব জলযানের হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, সুন্দরবন রক্ষা ও পর্যকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা দিতে তার সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী সুন্দরবনকে অনেক ভালবাসেন। আমি শপথ নেয়ার পর তিনি আমাকে বনের রানি বলেন ডাকেন। তাই সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই সেখানে ছুটে যাই। এলাকার উন্নয়নের পাশাপাশি বন কেন্দ্রীক নানা অপরাধ ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক কাজ করেছি। 

২০১১ সাল থেকে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের  আওতায় বনের অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং বনরক্ষীদের জন্য আধুনিক জলযান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। 

পরে উপমন্ত্রী সুন্দরবন বিভাগে যুক্ত হওয়া লঞ্চ বন বিহারিণী’তে চেপে বনের করমজল ও ঢাংমারীতে ভ্রমণে যান। এ সময় তার সাথে ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায়ে শীর্ষক কারিগরি প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম ও করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)