নিজস্ব প্রতিবেদক : যশোরে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। জনগণ তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেবে।
শনিবার খুলনা বিভাগীয় কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আগমী ২ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কৃষকদলের কৃষক সমাবেশে সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। যশোর বিডি হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস, প্রকৌশলী মোমিনুর রহমান ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা ও যশোর কমিটির আহŸায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের যৌথ পরিচালনায় অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চূয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বদরুল আলম খান, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান আলী, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুল হক, কেন্দ্রীয় কৃষক দল নেতা অ্যাড.শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান সজল, গাজী আমিনুর রহমান, কাজী সাইফুল ইসলাম শিপন, এস এম কিবরিয়া, যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, সদস্য সচিব শিদকার সালাউদ্দিন, কৃষকদল নেতা মাহবুবুর রহমান, আমজাদ হোসেন, আক্তারুজ্জামান তালুকদার, নুরুল ইসলাম, তবারক হোসেন, লাভলু রহমান,মোল্লা কবির হোসেন, সালাউদ্দিন লিটন, আসাদ-উদ-দ্দৌলা জুয়েল, নবীর হোসেন, রুবায়েত হোসেন খান প্রমুখ।