নিজস্ব প্রতিবেদক : যশোর ডিবি পুলিশ শার্শা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। এরা হলো, শার্শার ধান্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে আব্দুল হান্নান (২৭) এবং আইয়ুব আলীর ছেলে আমিরুল ইসলাম (৪২)।
ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার রাত ১১টার দিকে ধান্যতাড়া গ্রামের রাস্তা থেকে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।