নিজস্ব প্রতিবেদক : খাবারের সাথে কৌশলে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে সব লুটে নেয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। যশোর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম পাইকাড়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে রাজু গাজী (৩৫)। সে বর্তমানে যশোর শহরের পুলেরহাট মন্ডলগাতি গ্রামের আব্দুল মজিদের বাড়ির ভাড়াটিয়া। অন্যজন হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়ার করিম বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (২৫)।
ডিবি পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট রাতে ঝিকরগাছার পটুয়াপাড়ার আশিকুলের বাড়িতে চুরি হয়। অজ্ঞাত চোর বা চোরচক্র কৌশলের বাড়ির খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে বাড়ির সবাই অজ্ঞান হয়ে যায়। পরে চোরচক্র ওই বাড়ি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, এক ভরি ৮ আনা ওজনের সোনার গহনা এবং একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়।
ওই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ ওই দুইজনের সন্ধান পায়। পরে তাদের গত শুক্রবার কালিগঞ্জ ও যশোরে অভিযান চালিয়ে আটক করা হয়। তাদের কাছ থেকে এক ভরি ওজনের সোনার গহনা এবং চুরি কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তারা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। দেশের বিভিন্ন স্থানে গিয়ে তারা বাসাবাড়িতে চুরি করে থাকে বলে ডিবি পুলিশ জানিয়েছে।