আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামিসহ ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী ও ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার, এএসআই নজরুল ইসলাম পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি পাইকগাছা থানার ধামরাইল গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এনামুল সরদারকে শ্রীউলা এলাকা হতে ও নাকতাড়া গ্রামের আঃ কাদের গাজীর ছেলে বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।