ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে।
দু’দিনব্যাপী সিও সংস্থার প্রশিক্ষণ বিভাগ আয়োজিত সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের ডাঃ দেবাশীষ বিশ্বাস, সমাজ কর্মী মোঃ আব্দুল্লাহ। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সবুজ কুমার বিশ্বাস, জুবেল খান মামুন, প্রিমিয়ার ব্যাংক লিঃ এর এসএ ভিপি সবুজ সাহা রনি ও সাজ্জাদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করে সিও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।