Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ১০ পিস সোনার বারসহ দুইজন আটক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০৩:৪৯ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পাচারের সময় আনুমানিক ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০ পিচ সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর  উপজেলার শাহাজান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহীন আলম (৩৩)। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজার থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। এ সময় স্বর্ণসহ দুইটি পালসার মোটরসাইকেল, নগদ টাকা জব্দ করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কায়েমকোলা বাজারে অবস্থান নেয়। সে সময় সন্দেহভাজন দুজনের শরীর তল্লাশী করা হয়। এ সময় মাসুম বিল্লাহ এর কোমরে বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে চারপিসের প্রতিটির ওজন এক কেজি, বাকি ৬ পিসের ওজন প্রতিটি একশ’ গ্রাম।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের ঝিকরগাছা থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কাজ চলমান।

আসামীর শরীর তল্লাশীর সময় ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান, থানার ওসি সুমন ভক্তসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)