নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামে জমি নিয়ে শত্রæতার জেরে আবুল কাশেম (৪৫), তার স্ত্রী রাহাতুন বেগম (৪০) ও ছেলে টিপু সুলতানকে (২২) কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের কারণে নতুন কোলা গ্রামের ন্নানু মিয়া, সোহেল, মদন, আকাম উদ্দীন, হায়দার আলী, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, সেলিম ও আলীম ওই তিনজনকে তাদের বাড়ি থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে এলোপাতাড়ি পেটায় ও দা দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আবুল কাশেম জানান, হামলাকারীরা আমাদের কাছে কোন জমি পায়না। জমির ঝামেলা নিয়ে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে কয়েক দফায় বসা হয়েছে। সেখানে তারা কাগজপত্র দেখাতে পারেনি। অথচ তারা গায়ের জোরে জমি দাবি করে আসছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই জুম্মান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।