নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে সাড়ে ৫ কিলোমিটারের দু’টি রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার রাস্তা দু’টির উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল শ্যামকুড় থেকে লড়াইঘাট হয়ে সেজিয়া ও চাপাতলা থেকে লড়াইঘাট এ দু’টি রাস্তার উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহারিয়ার আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লা হক, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন।