Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আত্মসাতকৃত সরকারি অর্থ ব্যাংকে জমা দিলেন ইউপি সচিব

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:২৮:১৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : সংবাদ প্রকাশের পর ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ ৪টি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম। গত ১০ সেপ্টেম্বর মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা জমা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকা ভ্যাট ও আয়করের মধ্যে ৪ লাখ টাকার ভ্যাট ও আয়করের ৪২ হাজার টাকা ৬ অক্টোবর ২০২২ সালে ৪ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিলেও বাকি সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন। পরে ২০২২-২৩ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ সরকারি কোষাগারে জমা দিলেও ২০২১-২২ অর্থ বছরের ভ্যাট ও আয়করের অর্থ সরকারি কোষাগারে জমা দেননি ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ সেপ্টম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ আত্মস্বাতের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। তিন কার্যদিবসের মধ্যে ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকার ১% এর ভ্যাট ও আয়করের রশিদসহ হাজির হওয়ার জন্য  উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী নোটিশ প্রদান করেন।

পরে ১০ সেপ্টম্বর ২০২৩ তারিখে মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১ লাখ ১০ হাজার ২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, গত ১০ সেপ্টেম্বর সোনালী ব্যাংক শাখায়  ৪ চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন সচিব জহুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের বকেয়া সব টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)