পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম। মাদক উদ্ধার, জিআর, সিআর, সাজা পরোয়ানা তামিল, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তৃতীয় বার খুলনা জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত করা হয়।
সোমবার সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ দমন সভায় আগস্ট মাসের কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এটা আমার একার কৃতিত্ব নয়, থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কৃতিত্ব।