নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রায়পুর স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মহেশপুরের সামন্তা ও জীবননগরের হাসাদার মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সামন্তা একাদশ ১-০ গোলে হাসাদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী মিয়া, মহেশপুর থানার সেকেন্ড অফিসার আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্দা কাজি রবিউল আওয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লা স্বপন, রেজাউল ইসলাম প্রমুখ।