নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুরের ধান্যহাড়িয়া, পোড়াদাহ, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসস্থান সহায়তা প্রকল্প ইরেসপো ২য় পর্যায়ে কিশোরিদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী সোমবার দুপুরে বিতরণ করা হয়েছে।
ধান্যহাড়িয়া, পোড়াদাহ, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) প্রমেট চন্দ্র বর্মন প্রমুখ।
পরে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ইরেসপো ২য় পর্যায়ে কিশোরিদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।