Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়ার যশোর জেলা পর্যায়ের খেলা সম্পন্ন

এখন সময়: সোমবার, ১৬ জুন , ২০২৫, ১২:৫২:২৪ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: গ্রীষ্মকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের  খেলা  শনিবার শেষ হয়েছে। বিকেল শামস-উল-হুদা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আহসান হাবিব পারভেজ। বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মণিরামপুরের কুয়াদা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় অভয়নগরের নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়। ছাত্র কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়ার সিদ্দিকীয়া মাদ্রাসা এবং রানার্স আপ হয় কেশবপুরের সাতাইশকাটি ব্রাক্ষ্মমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে। ছাত্রী কাবাডিতে চ্যাম্পিয়ন ঝিকরগাছা ও রানার্স আপ হয়েছে কেশবপুর উপজেলা। দাবায় ( বড় বালিকা) প্রথম যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসফিয়া জামান এবং দ্বিতীয় হয়েছেন কেশবপুরের বিদ্যানন্দকাটি বাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের তমা রায়। দাবা মধ্যম (বালিকা) প্রথম মণিরামপুরের গোপালপুর স্কুল এন্ড কলেজের আয়েশা আফরিন এবং দ্বিতীয়  যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শাহানাজ শোভা। ১০০  মিটার মক্তি সাঁতারে প্রখম বিশাল বিশ^াস এবং দ্বিতীয় আরমান গাজী, ২০০ মিটার মুক্ত সাঁতারে প্রথম বিশাল বিশ^াস এবং দ্বিতীয় শাহিনুর ইসলাম।মজেলা সুইমিংপুলে সাঁতার ও দাবা ম্যাচ হয় আদর্শ বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)