যবিপ্রবি প্রতিনিধি: চীনের চেঙ্গডু শহরে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার। খেলায় অংশগ্রহণ করতে তারা ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি আগামী ৩ আগস্ট দুইশ’ মিটার স্প্রিন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতা শেষে আগামী ৮ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে জহির রায়হান বলেন, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শুধু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) হয়ে না, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি সেজন্য গর্ববোধ অনুভব করছি। পাশাপাশি যবিপ্রবি পরিবার ও সিলেক্টর বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যবিপ্রবি তথা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ার জন্য। বাংলাদেশের গৌরব বয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
প্রসঙ্গত এর আগে জহির রায়হান টোকিও অলিম্পিক ২০২০ এ বাংলাদেশের হয়ে চারশ’ মিটার স্প্রিন্টে প্রতিনিধিত্ব করেছিলেন। এছাড়া তিনি ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। জহিরের চারশ’ মিটার স্প্রিন্টে ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড রয়েছে।