ক্রীড়া প্রতিবেদক: ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৯) খেলতে ইন্দোনেশিয়ায় গেলেন যশোরের মেয়ে ম্যাথেনা মাধুর্য্য বিশ্বাস। মঙ্গলবার রাত ২ টার ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে তিনি দেশ ছাড়েন। ৫ থেকে ১২ জুলাই ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত হবে জাতীয় এ প্রতিযোগিতা। মাধুর্য্য শহরের কাজীপাড়া ঘোষপাড়া এলাকার মুত্যুঞ্জয় বিশ^াস ও মুক্তা রানী বিশ^াসের মেয়ে। সে তুুষার ব্যাডমিন্টন একাডেমির নিয়মিত খেলোয়াড় ও সেবাসংঘ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণির শিক্ষার্থী। তুুষার ব্যাডমিন্টন একাডেমির পরিচালক খন্দকার এজাজুর রহমান তুষার বলেন, মাধুর্য্য এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন। এ সফরে সে জাতীয় দলের হয়ে একক, দ্বৈত ও মিশ্র ৩ টি ইভেন্টেই অংশ নেবেন। তার সাফল্য কামনায় যশোরবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।