নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের শেখহাটি গ্রামের বাসিন্দা মোঃ বাবুল নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ কমিটির সিনিয়র সহসভাপতি মনোনীত হয়েছেন। গত ২ জুন দলের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। এর আগে তিনি ওই শাখার ২০১১-১৪ কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯০-২০১১ পর্যন্ত আমেরিকার ব্রুকলিন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যশোর অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের ফাউন্ডার ও সিনিয়র সহসভাপতি এবং যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের নিউ ইয়র্ক শাখার আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।