Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ পরিদর্শন করলেন ৮ ইথিওপিয়ান কর্মকর্তা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:৩২:৫৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি:বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও বাগেরহাট যাদুঘর পরিদর্শন করেছেন ইথিওপিয়া সরকারের ৮ কর্মকর্তা। মঙ্গলবার  দুপুরে তারা ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন।

প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. জায়েদ ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদেশি অতিথিদের স্বাগত জানান। যাদুঘর, ষাটগম্বুজ মসজিদ ও ঘোড়া দিঘি ঘুরে দেখেন তারা। এর আগে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইথিওপিয়া সরকারের এই কর্মকর্তারা।

ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসা ইথিওপিয়ান কর্মকর্তারা হলেন, ইথিওপিয়া সরকারের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাসিকাউ মোল্লা আমিরা, এনজিও ডেস্ক ডিরেক্টর খলিল ইব্রাহিম আবদি, গেটউইচ লিউ চান, মামো মলিসো গ্রাবো, রিশিড মুসতেফা মেনসুর, সিনিয়র লিগ্যাল এক্সপার্ট ইউননাস মিসগানাউ গেটিনেট, ব্যুরো অপ ফাইন্যান্স এ্যান্ড ইকোনোমি ডেভলপমেন্টের ডেপুটি ব্যুরো প্রধান কিবেডি কামবাতা বুচি, বিট্রিশ কাউন্সিলের এনগেজমেন্ট এ্যান্ড ইনফ্লুয়েন্স প্রধান সোসিনা লিমমা গোবিনা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)