প্রধান প্রশিক্ষক খায়রুজ্জামান

বার্লিনে স্পেশাল অলিম্পিক বাস্কেটবলে খেলবেন যশোরের ৩ নারী খেলোয়াড়

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১১:৪৬:৩০ এম

 

 

ক্রীড়া প্রতিবেদক: জার্মানের বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের বাস্কেটবল ইভেন্টে ১৬ তম আসরে অংশ নেবে বাংলাদেশ দল। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন যশোরের ৩ খেলোয়াড়। এরা হলেন মৌশি, নাজনীন ও সুমাইয়া। এ ৩ খেলোয়াড় যশোরের লিগের নিয়মিত খেলোয়াড় ও এপিক বাস্কেটবল একাডেমীর খেলোয়াড়। এছাড়া বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পেয়েছেন যশোরের মীর খায়রুজ্জামান। যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল বলেন, আশা করি যশোরের ৩ খেলোয়াড় সেরা একাদশে খেলবেন। তাদের সাফল্য কামনায় যশোরবাসীর কাছে দোয়া কামনা করেছেন এ সংগঠক। এ আসরে খেলবে বিশে^র ১৭০ টি দল।