যশোরে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:১০:১৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে হেরোইনের মামলায় শাহরিয়ার মাহমুদ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শাহরিয়ার মাহমুদ রাসেল শার্শার বাগআঁচড়া গ্রামের ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১০ ডিসেম্বর রাত বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সাতমাইল বাজারের কেয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহরিয়ারকে আটক করা হয়। এসময় শাহরিয়ারের হাতে থাকা প্লাটিকের ব্যাগ তল্লাশি করে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম ৫০ লাখ টাকা। এ ঘটনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এসআই রবিউল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই সাজ্জাদুর রহমান শাহরিয়ারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শাহরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহরিয়ার পলাতক আছে।