মাগুরায় বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৬:৫৫:১৬ এম

 

মাগুরা প্রতিনিধি : “তামাক নয়,খাদ্য ফলান” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব তামাকমুক্ত দিবসে বুধবার দুপুরে শহরের কলেজ পাড়া আরডিসি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) মাগুরা এ দিবসের আয়োজন করে।

সভায় আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক তানভির রহমান উজ্জ্বল ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক।

বক্তব্য রাখেন  জেলা মহিলা যুব লীগের যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রোজী ও সাংবাদিক এস আলম তুহিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার গ্রহণ করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগে। তাই তামাক চাষিদের বিকল্প ফসল উৎপাদন এবং বাজার জাতকরণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর উৎপাদন ফসলচাষে উৎসাহিত করণের লক্ষে আমাদের কাজ করতে হবে।