Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:৪০:৩৬ পিএম

 

মাগুরা প্রতিনিধি : “তামাক নয়,খাদ্য ফলান” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব তামাকমুক্ত দিবসে বুধবার দুপুরে শহরের কলেজ পাড়া আরডিসি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কনসার্ন (আরডিসি ) মাগুরা এ দিবসের আয়োজন করে।

সভায় আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক তানভির রহমান উজ্জ্বল ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক।

বক্তব্য রাখেন  জেলা মহিলা যুব লীগের যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রোজী ও সাংবাদিক এস আলম তুহিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার গ্রহণ করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগে। তাই তামাক চাষিদের বিকল্প ফসল উৎপাদন এবং বাজার জাতকরণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর উৎপাদন ফসলচাষে উৎসাহিত করণের লক্ষে আমাদের কাজ করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)