মাগুরায় ডিপ্লোমা ইঞ্জিয়ারিং ছাত্র শিক্ষকদের মানববন্ধন

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:৫৪:৩৫ এম

 

মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি আন্তঃমন্ত্রণালয়ের কমিটির সুপারিশের আলোকে মাগুরা চার দফা দাবি তুলে ধরে মানববন্ধন ও স্বারক লিপি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার সকালে শহরের চৌরাঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলাকালে সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইঞ্জিয়ারিং শিক্ষক মাহাবুর রহমান, শিক্ষক মোহাম্মদ আবু হাসান।

মানববন্ধে বক্তারা বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজে সংশোধিত আকারে প্রকাশের ৪ দফা দাবি তুলে ধরেন বক্তারা। তাছাড়া অনেক শিক্ষক বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। পরে মানববন্ধন শেষ  ডিপ্লোমা ইঞ্জিয়ারিং শিক্ষক ছাত্র পেশাজীবীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।