মহম্মদপুরে পল্লী মাতৃকেন্দ্রের সদস্যদের সাথে মতবিনিময়

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:০৯:৩০ এম

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দুটি ইউনিয়নের ‘পল্লী মাতৃকেন্দ্র দলের সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে। শনিবার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) হারুনুর রশীদ তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়ে বিনোদপুর ইউনিয়নের সরকার পাড়া ও দীঘা ইউনিয়নের আঁকছি ডাঙ্গা গ্রামের মাতৃকেন্দ্র দলের ৫০ জন সদস্য অংশ নেন। তাদের সাথে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম, মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব প্রমুখ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশীদ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। যাদের অধিকাংশই পল্লী অঞ্চলে বসবাসকারী ও সুবিধাবঞ্চিত। এসব নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচি বাস্তবায়ন করছে।