Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর পুরুষ ও মহিলা খো খো লিগের উদ্বোধন

সপ্তডিঙ্গা স্পোটিং ও ডেন্টাল স্কোয়ারের শুভ সূচনা

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৫:১৩:১৯ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: বুধবার থেকে শুরু হয়েছে যশোর পুরুষ ও মহিলা খো খো লিগ। পুরুষ বিভাগে সপ্তডিঙ্গা স্পোটিং ক্লাব ও মহিলা বিভাগে ডেস্টাল স্কোয়ার জয় পেয়েছে। গতকাল বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের খেলায় সপ্তডিঙ্গা স্পোটিং ক্লাব এক ইনিং ও ৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে কারবালা যুব সংঘকে। সপ্তডিঙ্গা স্পোটিং ক্লাবের পয়েন্ট ২৬ ও কারবালা যুব সংঘের অর্জিত পয়েন্ট ২৩। মহিলা বিভাগের খেলায় ডেস্টাল স্কোয়ার ১২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বঙ্গবন্ধু স্মৃতি সংঘকে। ডেস্টাল স্কোয়ারের পয়েন্ট ১৭ ও বঙ্গবন্ধু স্মৃতি সংঘের পয়েন্ট ৫। পুরুষ খো খো লিগে ২ গ্রুপে বিভক্ত হয়ে ১০ টি ও মহিলা খো খো লিগে ২ গ্রুপে বিভক্ত হয়ে ৮ টি দল অংশ নিচ্ছে। ২৮ মে দুই গ্রুপের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। এদিকে গতকাল বিকেলে খেলা শুরুর আগে লিগের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার  বেলাল হোসাইন। বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম ও খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। সভাপতিত্ব করেন খো খো পরিষদের সভাপতি খায়রুল কবীর চঞ্চল।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)