Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১২:০৯:১৫ পিএম

 

বাঘারপাড়া  প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় শুক্রবার কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ৯টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী ঝড়ে উড়ে গেছে ঘরের টিনের ছাউনী, উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও উড়ে গেছে বিভিন্ন দোকানের সাইনবোর্ড। গাছের ডাল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ উপজেলায়। বিভিন্ন রাস্তায় ডালপালা ভেঙে পড়ে। উপজেলা ঘুরে দেখা যায় এমন চিত্র।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আয়ুব হোসেন জানান, রাতে ঝড় শেষ হলে উপজেলার অন্তারমপুর, মীরপুরসহ বিভিন্ন জায়গায় উপড়ে থাকা গাছ অপসারণ করা হয়েছে। 

দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন, ইউনিয়নে বহরমপুর, নওয়াপাড়া গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। গলগলিয়া খলশি, ছায়বাড়িয়া বিভিন্ন বাড়ির টিনের ঘরের চাউনি উড়ে গেছে, উপড়ে পড়েছে মোটা বিভিন্ন প্রজাতির গাছ। শনিবার তিনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ বিভিন্ন গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়েছেন।

বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুর রহমান জানান , ঝড় ও বজ্রপাতে পল্লী বিদ্যুতের ৯টি পোল ভেঙ্গে গেছে, ৭টি ট্রান্সফরমার, ২শ ৪৩ টি তার ছিড়ে গেছে, ২২ টি ইনস্যুলেটর ক্রাক, ৫শ ৪০ টি স্পটে গাছ পড়ে গেছে, ৭ টি কাড আউট ও ১২ টি লাইটিনিং এরেস্টার নষ্ট হয়েছে। জনবল কাজ করছে। আশা করা যায়, উপজেলার সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)