Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৫:৪৪:৪১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: কলেজে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্র ইমতিয়াজ (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে যাদবপুর বাজার সংলগ্ন আয়ুব আলীর বাড়ির সমনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাঠিলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

 

এলাকাবাসী জানান, সকাল ১১টার দিকে ইমতিয়াজ মোটরসাইকেলযোগে যাদবপুর কলেজে যাওয়ার সময় যাদবপুর বাজার সংলগ্ন আয়ুব আলীর বাড়ির সামনের রাস্তায় ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে কলেজ ছাত্র ইমতিয়াজ ঘটনাস্থলে মারা যায়।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জরুল আলম জানান, মঙ্গলবার সকালে ইমতিয়াজ মোটরসাইকেলযোগে কলেজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)