Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রম উদ্যোগ ‘ভূমি কথা’ চালু

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ০৯:৩৪:৪৪ এম

 

কচুয়া প্রতিনিধি : ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে, সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে কচুয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ব্যতিক্রমি কর্মসূচি ‘ভূমি কথা ’ চালু করেছেন কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৩মার্চ) বাঁধাল ইউনিয়ন পরিষদে “ভূমি কথা “ নামক একটি গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষ ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনে হাজির হন। এসময় তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করা হয়।

এ ব্যতিক্রমি কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন, বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ,গণমাধ্যমকর্মী,সকল ইউপি সদস্য,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থনীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন বলেন, বর্তমান সরকার ডিজিটাল ভূমি সেবা চালু করেছেন। এর সুফল সাধারণ মানুষের কাছে পৌছে দিতে, ভূমি অফিস দুর্নীতিমুক্ত রাখতে, সাধারণ মানুষের সেবা দ্রুত নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। গণশুনানীর মাধ্যমে সেবা গ্রহিতারা তাদের সমস্যা সহজে তুলে ধরতে পেরেছেন। আমরা দ্রুত তাদের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করেছি। এ উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)