কেশবপুরে মাইকেল ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু !

এখন সময়: শুক্রবার, ১ ডিসেম্বর , ২০২৩, ১২:৫৫:০০ পিএম

 

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে মাইকেল ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

কেশবপুর উপজেলার ব্রক্ষ্মণডাঙ্গা কমলাপুর গ্রামের মনির হোসেন গাজীর স্ত্রী বৃষ্টি খাতুন (২০) কে বাচ্চা প্রসবের জন্য কেশবপুরের হাসপাতাল সড়কের মাইকেল ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার বৃষ্টি খাতুনকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রসুতির পরিবার অভিযোগ করেছে। তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোনো প্রকার মুখ খুলতে রাজি হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে যশোরের সিভিল সার্জন এ ক্লিনিকটি বন্ধ করে দিয়েছিলেন।