Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিল্পাঙ্গন যশোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীত, নৃত্য ও নাটক

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৪:০২:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : দিনে দিনে মাস পেরিয়ে যশোরের নবপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন যশোর পার করলো প্রতিষ্ঠার একবছর। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মাতলো উৎসবে। টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আনন্দঘন উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের ডালিতে ছিল সঙ্গীত, নৃত্য ও নাটক।
অনুষ্ঠানের মধ্যে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট এসএম শাহিন। সংগঠনের সহসভাপতি রিপন হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যশোর ইসস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা।
অনুষ্ঠানের শুরুতে  সংগঠনের শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করে জাতীয় সঙ্গীত। সাঙ্গীত ও নৃত্যানুষ্ঠান শেষে শেষে পরিবেশিত হয় নাটক ধাঁধাঁর খেলা। সমগ্র অনুষ্ঠানে সংগঠনের অর্ধশত শিল্পী অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)