Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৯ ফেব্রুয়ারি থেকে চারদিনের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:০২:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী তাদের চিত্রকর্মসহ অংশ নেবেন। প্রদর্শনীর মূল আয়োজক সর্ব ভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ। মৈত্রী চিত্রভাষ নামে এই প্রদর্শনী ও শিল্প শিবিরের উদ্বোধন করবেন প্রয়াত তরুণ শিল্পী সোহেল প্রাণনের মা সালেহা বেগম। মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান। এসময় উপস্থিত ছিলেন কবি সাইদুর রহমান, আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে বেনজীন খান জানান, প্রাচ্যসংঘের সহযোগিতায় এই চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে সংগঠনের ক্যাম্পাস জুড়ে। প্রদর্শনীর মূল আয়োজক সর্ব ভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ। এই সংগঠনটি ১৯৭৬ সালে ২৩ জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নৃত্য, নাটক, সংগীত এবং চারুকলা পরীক্ষার বোর্ড। যা পশ্চিমবঙ্গ দৃশ্যকলা আকাদেমি, রবীন্দ্রভারতীয় বিশ^বিদ্যালয় দ্বারা স্বীকৃত।

তিনি বলেন, মৈত্রী চিত্রভাষ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন তৈরি করবে। নানা বৈচিত্র ও কৃষ্টির ভান্ডার ভারতের সাথে আমাদের সংস্কৃতির আদান প্রদান ঘটবে। তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। সমস্ত ট্যাবু ভেঙ্গে আমাদের বিশ^ মানুষের কাছে যেতে হবে। আমাদের সবার আগে মানুষ হতে হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)