যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:০৯:২১ এম

ক্রীড়া প্রতিবেদক: যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার রোববার সম্পন্ন হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি তমিজুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্রীরা লেখাপড়া ও খেলাধুলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি যশোরসহ দেশের সুনাম অর্জন করছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরোও মনোযোগ দিতে হবে। যাতে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন  শওকত ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বরাকাত মো. ফখরুদ্দীনের সভাপতিত্ব  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,  যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন,  নবকিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা  প্রমুখ। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন। প্রতিযোগিতায় ১৬ ইভেন্টের বিপরীতে ৪৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।