শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে অবহিতকরণ সভা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৭:০৬:১৯ এম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে উপকূলীয় চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ গুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, সিনিয়র মৎস্য অফিসার তুষার মুজমদার সিনিয়র কৃষি অফিসার এনামুল ইসলাম, সাজিদা ফাউন্ডেশরে মুখ্য আলোচক হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহীনুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার সারিদ বিন সফিক, প্রাইমারি শিক্ষা অফিসার রফিজ মিয়া, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সম্পাদক অনিসুজ্জামান সুমন, সাংবাদিক এসএম মিজান প্রমুখ।

সভায় জলবায়ু বায়ু পরিবর্তনে অপরিকল্পিত বালু উত্তোলন, পাউবোর বাঁধ কেটে নোনাপানি তোলাসহ বিভিন্ন কারণ উল্লেখ করেন।