মণিরামপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৩:১০:২৭ পিএম

আব্দুল মতিন, মণিরামপুর: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন ছিলো বাংলাদেশকে দারিদ্রমুক্ত একটি অসম্প্রদায়িক দেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বিনির্মানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেদাপাড়া বৈদ্যনাথতলা ধাম পূজা মন্দির, নেহালপুর বাজার পূজা মন্দির, মশিয়াহাটি শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মশিয়াহাটি পূজা মন্দির কমিটির সভাপতি শেখর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এটি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ অতীতের যে কোন সময়ের থেকে অনেক বেশি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, জেলা প্রশাসকের পত্মী আকলিমা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না খাতুন, নুসরাত ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, ইউএনও কবির হোসেন, এসিল্যান্ড আলী হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জলি আক্তার প্রমুখ।