ফুলতলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:৫২:০৩ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ করা হয়। 

এ সময় উপজেলার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এম নাজমুস সাকিব শাহীন, যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার আইসিটি পুষ্পেন্দু দাসসহ অত্র দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল।