মাগুরায় টেক্সটাইল মিল উন্নয়ন বিষয়ে কর্মশালা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০২:৪৩:১৫ পিএম

মাগুরা প্রতিনিধি : পিপিপি’র মাধ্যমে মাগুরা টেক্সটাইল মিল উন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের নিয়ে পরামর্শ কর্মশালা  মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন পি এন্ড আইপি’র মহাপরিচালক (পিপিপি) আবুল বাসার, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন, পুলিশ সুপার জহিরুল ইসলাম, বিটিএমসির প্রকল্প পরিচালক হাওলাদার রকিবুল বারি, কাজী ফিরোজ হোসেন, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু প্রমুখ। পাবলিক প্রাইভেট পাটর্নারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন (বিটিএমসি) কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তরা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভবনা রয়েছে। মাগুরার পরিত্যক্ত টেক্সটাইল মিলটি পাবলিক প্রাইভেট পাটর্নারশিপ (পিপিপি) এর প্রকল্প আওতায় চালু হলে প্রায় ৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশপাশি এ মিলটিকে কেন্দ্র  আগামীতে আরো ছোটবড় শিল্প কারখানা গড়ে ওঠার সুযোগ রয়েছে। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাগুরায় শিল্প প্রতিষ্ঠান গোড়ে তোলার জন্য শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।