প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগের দিনব্যাপী কর্মশালা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৭:৪৭:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর: প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের প্রতিটিই দেশের আর্থসামজিক উন্নয়নে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ। দশটি উদ্ভাবনী উদ্যোগ দেশ আজ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল এবং উন্নয়নশীল হতে বর্তমানে উন্নতির পথে হাটছে। এতে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটছে। এসব উদ্যোগের প্রতিটিই বাস্তবায়ন হতে চলেছে।

সোমবার প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগের উপর অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি অংশ নেয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ^াস।

কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ জনপ্রতিনিধিবৃন্দ।

কর্মশালা শেষে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা কানম, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থপান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার।