বাবা দিবস উপলক্ষে আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে কর্মসূচি পালন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৫:৫৯:১৫ এম

আলমডাঙ্গা অফিস: ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বাবা সম্পর্কে বক্তব্য, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টায় পুরস্কার বিতরনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামসিদুল হক মুনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। তিনি বলেন, আলমডাঙ্গায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে কলেজিয়েট স্কুলের ছাত্র-ছাত্রীরা আচরণ ও শিক্ষায় সবার উপরে। সাংস্কৃতিক অঙ্গনে তাদের নৈপূন্যতা অসাধারণ, স্কুলের শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষার মান খুবই উন্নত। তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বাবার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল হয়ে উঠবে। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম মন্টু, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, মুদি ও মনোহরী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আনজুমান আরা ডলি, সুমাইয়া মুক্তা ও জুবিরিয়া বেগম।