ডুমুরিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, যুবক কারাগারে

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৬:১৬:৪০ পিএম

চুকনগর  (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার মাগুরাঘোনা এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অভিযোগে মাসুম শেখ  (৩০)কে  গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে  উপজেলার  কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠঅনো হয়েছে। আগে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সকালে  ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই সোহেল শেখ। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে,উত্তর মাগুরাঘোনা গ্রামের করিম বাক্স মোড় এলাকায় হযরত আলী  শেখের বাক প্রতিবন্ধী মেয়েকে (৩০)  একই এলাকার ওমর আলী শেখের ছেলে লম্পট মাসুম শেখ  (৩০) প্রায় তাকে কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করত। সুযোগ বুঝে মাসুুম শেখ গত ২২ মার্চ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সকলের অজান্তে পার্শ¦বর্তী নান্টু মিয়ার বাড়ির কবুতর থাকা ঘরের সামনে নিয়ে ধর্ষণ করে মেয়েটিকে। ২ মাস অধিক সময় অতিবাহিতের পর গত ২৯ মে সকালে ভিকটিমের শারিরীক অবস্থা পরিবর্তন আচ করতে পারে তার মা ও ভাবিসহ অন্যান্যরা। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হন তারা । এসময় পরিবারের লোকজনের কাছে বিষয়টি খুলে বলে বাক প্রতিবন্ধী ধর্ষণের শিকার মেয়েটি। যে মাসুম শেখ এঘটনার জন্য দায়ি। তাৎক্ষণিক ভিকটিম পরিবারের লোকজন মাসুম শেখ ও তার  পিতা ওমর আলী শেখের কাছে জানতে গেলে  বিষয়টি কারো সাথে না বলতে নিষেধ করে। আর জানাজানি করলে কিন্তু  হাত,পা ভেঙে দেয়া হবে এমন হুমকি ধামকি দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতার ভাই সোহেল শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। ভিকটিমকে চিকিৎসার জন্য  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টোপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে । 
এবিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে থানায় ৪ নম্বর  মামলাটি রেকর্ড  হয়। এরপর দুপুরেরে দিকে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষক লম্পট মাসুম শেখকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। শেষে আদালতের নির্দেশে আসামিকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে ।