Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইবির দুই হলে নতুন প্রভোস্ট

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ১১:২৩:৩০ এম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে প্রভোস্ট হিসেবে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা এবং খালেদা জিয়া হলে বাংলা বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাদের ক্যাম্পাসের অভ্যন্তরে বসবাসের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শেখ রাসেল হলে বাংলা বিভাগের ড. রবিউল ইসলাম ও খালেদা জিয়া হলে আইন বিভাগের ড. রেবা মন্ডল দুই মেয়াদে প্রভোস্টের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ড. দেবাশীষ শর্মা বলেন, হলে যেসব যায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো খুঁজে বের করে কাজ করার চেষ্টা করবো। ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমার উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে তা সুচারুভাবে পালনের চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)