Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালায় ভূমি কমিটির সম্মেলন

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৬:৪৬:১৩ এম

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি  : শনিবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটি চত্বরে ভূমি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূমি কমিটি ও উত্তরণ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক পুলিন বিহারী সরকার, কেন্দ্রীয় ভূমি কমিটি নেতা অধ্যাপক আনিসুর রহিম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যক্ষ নাদিরা পারভীন, আলিনুর খান বাবলু, শ্যামল সিংহ রায়, আজাদ হোসেন বেলাল, বাবুল হাওলাদার, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামান, সোহরাব হোসেন, হেদায়েত উল্লাহ, ভূমি কমিটি নেতা মইনুল ইসলাম, ওহাব আলী সরদার, সরদার আমজাদ হোসেন, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম মোল্যা, নিত্যাই গাইন, শেখ সেলিম আকতার স্বপন, শেখ মাহতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক অচিন্ত্য সাহা, ইলা রায় প্রমুখ। উক্ত সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা জেলার ৮টি উপজলোর ভূমি কমটিরি নতেৃবৃন্দ অংশগ্রহণ করেন। এরআগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে শুরুতেই ভূমি কমিটির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)